PV Sindhu\'s Retirement Message: নেতিবাচক মনোভাব, ভয় এবং অনিশ্চয়তা থেকে অবসর ঘোষণা পি ভি সিন্ধুর

2020-11-03 3

ডেনমার্ক ওপেন ছিল চূড়ান্ত, আমি রিটায়ার করছি। কমনওয়েলথ গেমসের গোল্ড মেডেলিস্ট পিভি সিন্ধুর এই পোস্ট দেখেই দেশজুড়ে হইচই পড়ে গিয়েছিল। পরিস্থিতি বুঝে নিজেই ফের বার্তা দিলেন ভারতীয় ব্যাডমিন্টনের এই আইকন। এদিন সকালে এক টুইটার বার্তায় অনুরাগীদের উদ্দেশে পিভি সিন্ধু (PV Sindhu) লেখেন, “এই করোনা পরিস্থিতিতে নিয়মিত লড়াই করে চলেছি। কিছুদিনের জন্য তাই আমার অনুভূতিগুলিকে স্বচ্ছ রাখতে চাই। তাই তো লিখছি, আমার কাজ শেষ। মহামারী আমার চোখ খুলে দিয়েছে। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে আমাকে আরও কঠোর প্রশিক্ষণ নিতে হবে। আমি আগেও তা করেছি, ভবিষ্যতেও করব। তবে এই অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে কীকরে লড়ব যা গোটা বিশ্বকে গ্রাস করেছে।”

#PVSindhusRetirement #PVSindhu #LatestLYBangla